বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বিএনপি ও জামাতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন সুনামগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ৪ জনকে আটক করে।
রবিবার, ১৯ নভেম্বর সকাল ১১টায় হরতালের সমর্থনে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুঁড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে চাইলে বিএনপির নেতাকর্মীরা দুইভাগ হয়ে আরপিননগর ও জামতলা এলাকা থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকেন। থেমে থেমে ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। পরে পুলিশ জনবল বৃদ্ধি করে দুই পাড়ায় ঢুকে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সংবাদকর্মী আহত হন। পুলিশ আরপিননগর এলাকা থেকে ৪ যুবককে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) রাজন কুমার দাস সাংবাদিকদের জানান, হরতালকে কেন্দ্র করে বিএনপি-জামাত নাশকতা করে শান্ত পরিবেশকে অশান্ত করতে চেয়েছিল। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আহতদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
Leave a Reply