সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে সুনামগঞ্জে আয়োজিত বিক্ষোভ মিছিলেও পুলিশ বাঁধা দিয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের আলফাত উদ্দিন স্কয়ারের সামনে যেতে চাইলে পুলিশ মিছিলটি আটকে দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
দলের জেলা সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা জ্যেষ্ঠ সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, সহ সভাপতি অ্যাডভোকেট মইনুদ্দিন মল্লিক সুহেল, সেলিম আহমদ ভুট্টো, অন্যতম নেতা রেজাউল করিম ও অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন।
সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ জানান, শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে ও নাশকতা এড়াতে মিছিল করতে দেয়া হয়নি।
Leave a Reply