সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে দাখিলকৃত ৫২টি মনোনয়নপত্রের মধ্যে ১১টি যাছাই বাছাইকালে বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে, সুনামগঞ্জ-১ আসনে ৩টি, সুনামগঞ্জ-২ আসনে ১টি, সুনামগঞ্জ-৩ আসনে ৪টি, সুনামগঞ্জ-৪ আসনে ২টি ও সুনামগঞ্জ-৫ আসনে ১টি।
মনোনয়নপত্র বাতিল হওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ-৪ আসনে একই দলের দেওয়ান জয়নুল জাকেরীনও রয়েছেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল আহাদ এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী ও সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ।
Leave a Reply