সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেয়া মামলার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে কালো পতাকা মিছিল করা হয়েছে।
রবিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে মিছিলটি বের হয়ে কিছুদূর অগ্রসর হওয়ামাত্র পুলিশ তাতে বাঁধা দেয়। পরে সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সহ সভাপতি ওয়াকিুফর রহমান গিলমান, নাদের আহমদ ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।
এদিকে নাশকতার চেষ্টার অভিযোগে শনিবার রাতে জেলা যুবদলের সহ সভাপতি সুজন আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ সহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।
Leave a Reply