সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বাবা, স্ত্রী ও কন্যাকে খুনের দায়ে আলফু মিয়া নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু বৃহস্পতিবার বিকালে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলফু মিয়া (৪১) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের আলাউদ্দিনের ছেলে। তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সৈয়দ জিয়াউল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা পরিচালনায় রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রমজান আলী।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর রাতে আলফু মিয়া পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী বিউটি বেগম ও কন্যা আফিফা বেগমকে মারধর করে। এ সময় তার বাবা আলাউদ্দিন তাকে শান্ত করতে ঘরে ঢুকলে সে তাকেও টিউবওয়েলের হাতল দিয়ে মারতে থাকে। আঘাতে আঘাতে তিনজনই ঘরে মারা যান।
আশেপাশের লোকজন আলফু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরদিন আলাউদ্দিনের অরেক ছেলে শাহজাহান মিয়া বাদি হয়ে আলফু মিয়াকে আসামি করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply