সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত ৫৫টি গান পরিবেশনের মধ্যে দিয়ে বাউল কামাল পাশার (কামাল উদ্দিন) ১২১তম জন্মর্বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সংগঠনের সভাপতি মহিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সাংবাদিক আল-হেলালের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধে টেকেরঘাট সাব সেক্টরের কোম্পানি কমান্ডার অ্যাডভোকেট আলী আমজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কমর্কতা বাদল চন্দ্র বর্মন, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ ও যুক্তরাজ্য প্রবাসী এম এ শাহিদ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের শিল্পীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বাউল কামাল পাশা রচিত গান পরিবেশন করেন।
উল্লেখ্য, কামাল পাশা জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে ১৯০১ সালের ৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ১৯৮৫ সালের ৩ মে মৃত্যুবরণ করেন।
Leave a Reply