সুনামগঞ্জ প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদপুর-উঁচারগাঁওয়ে বাউল কলিম শাহর বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় শহরে কলিম শাহ বাউল সংঘের কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এরপর দেশের ও প্রবাসের বাউল শিল্পীদের সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম, আফরোজ মিয়া ও আক্তার হোসেন।
Leave a Reply