সুনামগঞ্জ প্রতিনিধি : সরেজমিনে হাওরের বোরো ফসলের সুরক্ষায় বাঁধ নির্মাণের নতুন প্রাক্কলন তৈরি ও কাজ অনুয়ায়ী বিল পরিশোধের দাবিতে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি মানববন্ধন করেছে ।
সোমবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি চিত্ত্ব রঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির আহ্বায়ক সুকেন্দু সেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদনূর আহমেদ।
মানববন্ধনে বক্তারা হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতি রোধে সরেজমিনে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করে আগামী অর্থবছরের প্রাক্কলন তৈরির দাবি জানান।
Leave a Reply