সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে নীতিমালা লঙ্ঘন, গাফলতি ও ধীরগতির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ শনিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বিকাশ রঞ্জন চৌধুরী, রমেন্দ্র কুমার দে, অ্যাডভোকেট স্বপন কুমার দেব, সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সদস্য মোরশেদ আলম, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর ও কৃষকনেতা আবদুল কাইউম।
বক্তারা নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ হবেনা বলে আশংকা প্রকাশ করে বলেন, যদি এবার ফসলের ক্ষতি হয় তাহলে সংশ্লিষ্ট সবাইকে দায় নিতে হবে।
মানবন্ধনে বক্তারা বলেন, গত বছর হাওরে ফসলহানির পর সরকার বাঁধের কাজের নতুন নীতিমালা করেছে। এর সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে জেলা ও উপজেলা প্রশাসনকে; কিন্তু কাজে গাফিলতি ও নানাভাবে অনিয়ম হচ্ছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও মাঠের পরিস্থিত উদ্বেগজনক। এ সময়ে বাঁধের কাজ শেষ হবে না। অন্যদিকে যেখানে কাজের দরকার নেই সেখানে কাজ হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের মধ্যে চলছে সমন্বয়হীনতা। যদি এবার হাওরের ফসলের ক্ষতি হয় তাহলে সংশ্লিষ্ট সবাইকে দায় নিতে হবে।
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ইউনিয়নের কৃষকদের পক্ষে জালালপুর গ্রামের সিরাজুল হক, আলীপুর গ্রামের সেলিম খান ও খানপুর গ্রামের মহসিন খান জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে অভিযোগে করেছেন, কাবিটা নীতিমালা ২০১৭ অনুযায়ী বাঁধের নিকটবর্তী ভূমি মালিকদের সমম্বয়ে পিআইসি গঠনের কথা; কিন্তু ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা নিজেদের আত্মীয় ও ঘনিষ্ঠজনদের দিয়ে তা গঠন করেছেন। এ অবস্থায় কৃষকদের মাঝে ফসল রক্ষা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
অভিযোগের অনুলিপি সুনামগঞ্জের স্থানীয় সরকার উপ পরিচালক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেয়া হয়েছে।
Leave a Reply