সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অনেক রাস্তা ও বাসাবাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন লাগবে।
জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, পুরো জেলাই কবলিত। তবে সদর, ছাতক, তাহিরপুর, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লার পরিস্থিতি খুব খারাপ। এই ৬ উপজেলায় ৬ শতাধিক আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে পাওয়া ৪৫০ মেট্রিক টন চাল, নগদ ৮০ লাখ টাকা এবং প্রচুর শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। কারও কিছুর প্রয়োজন হলে পৌঁছে দেওয়া হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার বিকেলে সুনামগঞ্জের ঘোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘটনায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
Leave a Reply