সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। জেলা সদরের অনেক এলাকায় নুতন করে পানি ঢুকেছে।
জেলার সদর, ছাতক, দোয়ারাবাজার, তাহিরপর, বিশ্বম্ভরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও শাল্লা উপজেলায় কয়েকলাখ মানুষ এখন পানিবন্দি। পরিস্থিতির আরো অবনতির আশংকা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। সকল উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ ব্যাহত গেছে।
সবচেয়ে বেশি খারাপ ছাতক উপজেলার পরিস্থিতি। সেখানে ইতোমধ্যে ৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট, উকিলপাড়া, নতুনপাড়া, বড়পাড়া, সাহেববাড়ি ঘাট, ষোলঘর, হাজিপাড়া ও জামতলা সহ অধিকাংশ এলাকার বাসাবাড়ি ও রাস্তায় পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচল নেই বললেই চলে।
সুনামগঞ্জের জেলা প্রশাসন জানায়, পানিবন্দি মানুষের সংখ্যা এখনো জানা যায়নি।
জেলা প্রশাসক আব্দুল আহাদ জানান, জেলায় ৭৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এগুলোতে আশ্রয় নিয়েছে ১৪৮টি পরিবার। প্রাথমিক পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৪৪ হাজার ১১০টি বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply