বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার, ২০ জুন (৬ আষাঢ়) বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সুনামগঞ্জের নদীগুলো খনন প্রকল্পের কাজ সম্পন্ন হলে জেলাবাসীকে বন্যার হাত থেকে রক্ষা করা যাবে।
তিনি জানান, আগামী দুয়েক মাস পরেই প্রকল্পগুলোর কাজ শুরু হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
Leave a Reply