সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে এই চাল বিতরণ করেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা শংকর দাস, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য সিতেশ তালুকদার মঞ্জু, জেলা কৃষক লীগ নেতা যথীন্দ্র মোহন তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জাহাঙ্গীরনহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মকসুদ আলী ও যুবলীগ নেতা বকুল তালুকদার।
Leave a Reply