সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মাঝে নগদ ৪ হাজার করে ২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সুইস রেডক্রসের সহায়তায় জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এই নগদ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক মো সাবিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অডিট বিভাগের পরিচালক ইনচার্জ এ এইচ এম মাইনুল ইসলাম, রেসপন্স বিভাগের সহকারী পরিচালক নূরুল আমীন, সুনামগঞ্জ ইউনিটের সহ সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান।
Leave a Reply