সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের উদ্যোগে ও কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে সদর উপজেলার বিভিন্ন গ্রামের বন্যার্ত ২৫০টি পরিবারের মধ্যে চিড়া-মুড়ি সহ বিভিন্ন জাতের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেক পরিবারকে সাবানও দেওয়া হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে অতিথি ছিলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের গর্ভনর দেওয়ান নাসিরুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, আরসি হেডকোয়ার্টার ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ ও আরসি হেডকোর্য়াটার লায়ন সাজুয়ান আহমদ।
Leave a Reply