সুনামগঞ্জ প্রতিনিধি : সন্ধানী সিলেট ওসমানী মেডিকেল কলেজ ইউনিট ও প্রজেক্ট একশর পৃষ্ঠপোষকতায় এবং সন্ধানী ডোনার ক্লাব সুনামগঞ্জের সহযোগিতায় তিনদফা বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর, জগন্নাথপুর, মঈনপুর, হালুয়ারঘাট, রহমতপুর ও রামপুরে ২২০টি বন্যার্ত পরিবারে চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট ও সেমাই সহ ওরস্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
এই খাবার ও অন্যান্য উপকরণ বন্যার্তদের হাতে তুলে দেন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, সংগঠনের উপদেষ্টা ডা আজিজা আফসানা তিথি, সদস্য জাকারিয়া পল্লব ও সিরাজুল ইসলাম দুর্জয়।
Leave a Reply