সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে চার দিনব্যাপী বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
সোমবার সকালে শহরের স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো সাবিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়েজিদ খান।
প্রাথমিক শিক্ষা দফতরের উদ্যোগে জেলার ১১টি উপজেলার ২২টি কিশোর ও কিশোরী ফুটবল দলের অংশগ্রহণে ২৬ পর্যন্ত অক্টোবর এ খেলা চলবে।
Leave a Reply