বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের উদ্যোগে পনেরো আগস্ট উপলক্ষে কালোব্যজ ধারণ ও কোর্ট শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বৃহস্পতিবার (৩১ শ্রাবণ) সকালে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা পঁচাত্তরের পনেরা আগস্টের কালরাতে ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধু সহ শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, অ্যাডভোকেট নান্টু রায়, অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, অ্যাডভোকেট শামীম আহমদ ও অ্যাডভোকেট উজ্জ্বল মিয়া।
Leave a Reply