সুনামগঞ্জ প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুর জন্ম দিন, বাংলাদেশের খুশির দিন’ এই স্লোগান নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান ড মোহাম্মদ সাদিক। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পুলিশ সুপার হারুন অর রশিদ, সিভিল সার্জন আশুতোষ দাশ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোমেন।
Leave a Reply