সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ফুটবল খেলা বন্ধের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের সকল খেলোয়াড়ের উদ্যোগে আলফাত স্কয়ারে এই কর্মসূচি পালন করা হয়। এতে ‘সারাদেশে ফুটবল খেলার জোয়ার সুনামগঞ্জ স্টেডিয়ামে বন্ধ দুয়ার’ ও ‘সারাদেশে হচ্ছে ফুটবল খেলা সুনামগঞ্জে ডুবলো ভেলা’ এ ধরনের লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে সকল স্তরের ফুটবলার অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রায়হান উদ্দিন, আহসান জামিল আনাস, আব্দুর রহমান জুয়েল, সামিউল হক, সুমন বখত, সুমিত, লিগান ও কল্লোল তালুকদার।
বক্তারা অভিযোগ করেন, সুনামগঞ্জের অনেক ফুটবলার জাতীয় দলে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। একসময় সুনামগঞ্জে নিয়মিত ফুটবল লীগ হতো; কিন্তু এখন কোন ধরনের খেলা হয়না। ফলে তরুণ-যুবকরা মাদকাসক্ত হয়ে সমাজবিরোধী নানা কর্মে জড়িয়ে পড়ছে।
সাত দিনের মধ্যে সুনামগঞ্জ স্টেডিয়ামে ফুটবল সহ সকল ধরনের খেলাধুলার ব্যবস্থা নাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।
Leave a Reply