সুনামগঞ্জ প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, এবার হাওরে ফসল রক্ষা বাঁধের কাজের মান গতবারের চেয়ে ভালো হয়েছে। কৃষকরা যাতে আগাম বন্যার আগেই ফসল তুলতে পারেন, সেটাই সরকারের লক্ষ্য। তবে ২০১৭ সালের মতো পাহাড়ি ঢল আর বন্যা এলে এসব বাঁধ দিয়ে ঠেকানো সম্ভব নয়।
বুধবার সুনামগঞ্জের ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলা এবং নেত্রকোনার বিভিন্ন হাওর পরিদর্শন শেষে এলাকার লোকজন ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে যেসকল বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামত করা হচ্ছে।
তিনি জানান, হাওর এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের বিষয় নিয়ে সরকার চিন্তাভাবনা করছে।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মাহফুজুর রহমান, যুগ্ম সচিব মন্টু কুমার বিশ্বাস, জেলা প্রশাসক আব্দুল আহাদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন ও পুলিশ সুপার মিজানুর রহমান।
Leave a Reply