সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য হিসেবে পুলিশ সুপার বরকতুল্লাহ খান সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষাবাঁধ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার দিনব্যাপী তিনি হালিরহাওর, শনির হাওর, দেখার হাওর, কাঁচি ভাঙা হাওর ও কাই হাওরের বাঁধ পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান, ডিআইও ওয়ান আনোয়ার হোসেন মৃধা, ডিআইও টু আব্দুল লতিফ তফাদার, বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন ও ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন।
Leave a Reply