সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এবার সুনামগঞ্জ জেলায় ৩ লাখ ৯৪ হাজার ৩৩৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওনোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় সুনামগঞ্জ সদর হাসপাতাল মিলনায়তনে সিভিল সার্জন ডা সামছ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।
সিভিল সার্জন অফিসের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মো ওমর ফারুকের সঞ্চালনায় প্রেস বিফ্রিংয়ে সিভিল সার্জন জানান, শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে প্রতি বছরই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা হয়। সুনামগঞ্জে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে।
তবে জেলার দুর্গম এলাকার বাদপড়া শিশুদের অনুসন্ধানের জন্য ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লা উপজেলার ৩৬টি ইউনিয়নে ক্যাম্পেইন পরবর্তী ৪ দিন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে তিনি উল্লেখ করেন।
Leave a Reply