সুনামগঞ্জ প্রতিনিধি : প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রাণীসম্পদ দফতরের উদ্যোগে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণীসম্পদ দফতরে উপ পরিচালক মো বেলাল হোসেনের সভাপতিত্বে ও ডা একেএম লুৎফুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় উদ্যান ও ঢাকা চিড়িয়াখানার ডা নূরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক স্বপন কুমার সাহা ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপ পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম।
Leave a Reply