সুনামগঞ্জ প্রতিনিধি : করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ২০০ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগা মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো খলিলুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র নাদের বখত, পুলিশ সুপার মো মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-ইমরান রাহুল ইসলাম।
সিএনজি অটোচালকসহ পরিবহণ শ্রমিক ও তৃতীয়লিঙ্গের প্রতিটি পরিবারকে ১০
কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ১ কেজি লবণ দেওয়া হয়।
Leave a Reply