সুনামগঞ্জ প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদমিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
রবিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমান, সহ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহামদ শরীফুল ইসলাম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এছাড়া রবিবার সকালে কেন্দ্রীয় শহিদমিনারে সুনামগঞ্জ মুক্তিসংগ্রাম ট্রাস্ট, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি, সুনামগঞ্জ প্রেসক্লাব ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
Leave a Reply