সুনামগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জে গৃহহীন ও ভূমিহীন ৪০৭টি পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকার থেকে ঘর পাচ্ছে।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব পরিবারের কাছে চাবি ও দলিল হস্তান্তর মাধ্যমে তার উপহার তুলে দেবেন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন এ তথ্য প্রকাশ করেন।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৯০৮টি ঘর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। এব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
Leave a Reply