সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এবছর জেলার ১১টি উপজেলা ও ১টি থানায় মিলে মোট ৩৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ও বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ শহরের জুবিলী উচ্চ বিদ্যালয় (বালুর মাঠে) বিসর্জন দিয়ে দেবী দুর্গাকে বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এর আগে জেলা শহরের বিভিন্ন পাড়া থেকে ভক্তবৃন্দরা প্রতিমা নিয়ে এসে জড়ো হন।
প্রতিমা বির্সজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল।
যেকোন ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনকে ঘিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
Leave a Reply