সুনামগঞ্জ প্রতিনিধি: ‘চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে’ ও ‘শেখ হাসিনার নির্দেশ-মাদকমুক্ত বাংলাদেশ’ স্লোগান নিয়ে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত মিছিল করেছেন।
মাদকমুক্ত সুনামগঞ্জ পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে পৌর ভবন চত্বর থেকে কয়েকশ মানুষের অংশগ্রহণে মিছিলটি বের হয়। এতে আরো ছিলেন, পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ পাল নিতাই, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান সেলিম, জেলা শ্রমিক লীগের আহবায়ক সেলিম আহমদ, সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি নূর মোহাম্মদ স্বজন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply