সুনামগঞ্জ প্রতিনিধি : মহান বিজয়ের মাস উপলক্ষে সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুলের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, নির্মাণ শ্রমিক লীগ ও ক্ষুদ্র হর্কাস লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
বুধবার বিকেলে পৌর চত্বর থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
পৌর মেয়র আয়ূব বখত জগলুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাভোকেট চাঁন মিয়া, অ্যাভোকেট নজরুল ইসলাম, অ্যাভোকেট শুক্কুর আলী, পৌর আওয়ামী লীগের আহবায়ক সাজিদুর রহমান ও সৈকতুল ইসলাম সৈকত।
আয়ূব বখত জগলুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করে যাওয়ার আহবান জানান।
Leave a Reply