নিজস্ব প্রতিনিধি : রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনভাতা ও পেনশন দেয়ার দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহবানে সুনামগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
সোমবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু করে পৌরভবন চত্বরে কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান গ্রহণ করেন।
এসময় সুনামগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সহকারী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, উপ সহকারী প্রকৌশলী হেলাল আবেদীন, বস্তি উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন ও হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাশ।
Leave a Reply