সুনামগঞ্জ প্রতিনিধি : পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি কোষাগার থেকে প্রদানের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সুনামগঞ্জ সদর, দিরাই, ছাতক ও জগন্নাথপুর পৌসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী কালী কৃঞ্চ পাল, সুনামগঞ্জ জেলা সভাপতি মীর মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আলী হোসেন ও সহ সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দে।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply