সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার আসন্ন ৩টি পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে জেলা মৎস্যজীবী লীগ বর্ধিত সভা করেছে।
শনিবার বিকেলে শহীদ জগৎজ্যোতি পাঠাগারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র নাদের বখত। সভাপতিত্ব করেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি দেবাশীষ দাসগুপ্ত। সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বাবুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শীতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকটে আজাদুল ইসলাম রতন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, পৌর মৎস্যজীবী লীগের সদস্য সচিব রহিম আলম রানা, আরাফাত আলী, নসরুল উদ্দিন, সতীশ দাস লিপন, রিনা রহমান ও নসরুদ্দিন।
Leave a Reply