সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে দ্বিতীয় ধাপে ৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে।
শুক্রবার সকাল ১০টার দিকে কঠোর পুলিশি নিরাপত্তায় ফ্রিজার ভ্যানে ১০ কার্টনভর্তি এই ভ্যাকসিন পৌঁছলে ইপিআই ভবন প্রাঙ্গণে সেগুলো ভ্যাকসিন কো অর্ডিনেটর মো সবুজ সরদারের নিকট থেকে গ্রহণ করেন, সিভিল সার্জন ডা শামস উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন সহ জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাগণ সহ অন্যরা।
ভ্যাকসিন হস্তান্তর প্রক্রিয়া শেষে সেগুলো দ্রুত জেলা ইপিআই ভবনের একটি বিশেষায়িত ফ্রিজার কক্ষে সংরক্ষণ করা হয়। সেখানে পুলিশের একটি দলও মোতায়েন করা হয়েছে।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা শামস উদ্দিন জানান, সরকারি নীতিমালা অনুযায়ী শনিবার থেকে সদর হাসপাতাল কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে।
Leave a Reply