সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। প্রধান অতিথি ছিলেন, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি জয়ন্ত সেন দিপু। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র নাদের বখত, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল, জয়ন্ত কুমার দেব, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক শংখ শুভ্র রায়, জেলা সভাপতি নৃপেশ তালুকদার নানু ও সাধারণ সম্পাদক বিমল বণিক।
সম্মেলনে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছে। এখানে অবশ্যই সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নির্বিঘ্নে ধর্মকর্ম করবে।
Leave a Reply