সুনামগঞ্জ প্রতিনিধি : ‘পুষ্টি উন্নয়নে বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’-এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে আয়োজিত জাতীয় পুষ্টি সপ্তাহ শেষ হয়েছে।
পুষ্টি মেলার সমাপনী দিবসে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে এবং উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ ও ইউনেসেফের সহযোগিতায় শহরের ইপিআই ভবনে এর আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডা আশুতোষ দাসের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক ডা ননী ভূষণ তালুকদার, ডি এস সি ডা আশরাফুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান মাহমুদ ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস।
পরে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply