সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সুনামগঞ্জ সদর থানা দল ২-১ গোলে ছাতক থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলাটি শুক্রবার বিকেল সাড়ে ৩টায় অনুুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি বিতরণ করেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান। এ সময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের মহিলা সাংসদ অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহনা, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এম এনামুল কবীর ইমন, অতিরিক্ত পুলিশ সুপার মো হাবিবুল্লাহ, সদর থানার ওসি মো শহীদুল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রাজা চৌধুরী, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান বকুল, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শহীদুল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইশতেয়াক আহমদ চৌধুরী প্রমুখ।
ফুটবল টুর্নামেন্টে জেলার ১১টি থানা দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। ১৫ নভেম্বর খেলা শুরু হয়।
Leave a Reply