সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজে পুলিশের কনস্টেবল পদে যোগদান ও যৌন নিপীড়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এর আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন।
সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুর হোসেন, পৌর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু নাসের, সহকারী অধ্যাপক শুভংকর তালুকদার ও সহকারী অধ্যাপক রামানুজ রায়।
পুলিশ সুপার বরকতুল্লাহ খান বলেন, দেশে সন্ত্রাস, জঙ্গীবাদ ও যৌন নিপীড়ন রোধ করে স্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে সকলকে এগিয়ে আসতে হবে।
Leave a Reply