সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌণে ১১টার দিকে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বড়ঘাট গ্রামে পুলিশের উপর এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বড়ঘাট গ্রামের চিহ্নিত তিন মোটরসাইকেল চোর জাকির হোসেন, নজির হোসেন ও কাঁচা মিয়াকে আটক করতে সদর মডেল থানা পুলিশ অভিযানে নামে।
এ সময় সদর মডেল থানার এসআই মীর কায়েছ এবং কনস্টেবল হাবিবুর রহমান ও মনিরুল ইসলাম ঐ চোর ও তাদের আত্মীয়স্বজনদের হামলার শিকার হন।
আহত পুলিশ সদস্যদের রাতেই সদর হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
পুলিশি অভিযানে আটককৃতরা হলেন আব্দুল হামিদ, জসিম উদ্দিন, গোলাম রব্বানী, আব্দুল হাই, আবদুল কুদ্দুছ, বাহাউদ্দিন, জান্নাত পারভেজ শুভ, তাহের মিয়া, মঈনুল হক ও নূরুল আমিন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply