সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বড়কাপন এলাকায় পিকআপ ভ্যান চাপায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ছাতক উপজেলার কামরাঙ্গী গ্রামের শামছু মিয়ার ছেলে নাদিম ও অজ্ঞাত পরিচয় একজন মারা যায়।
আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়কলস হাইওয়ে পুলিশ পিকআপ চালক মো পারভেজকে আটক করেছে। তার বাড়ি সিলেটের জকিগঞ্জে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানটি সুনামগঞ্জ যাওয়ার পথে বড়কাপন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে শিশু নামিদ সহ ৪ জন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় নাদিম। এছাড়া হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যায়।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, শিশু নাদিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানাে হয়েছে।
Leave a Reply