সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
তার নাম শাহিনা আক্তার (২২)। তিনি তেঘরিয়া এলাকার এরশাদ আলীর সহধর্মিনী ও লম্বাহাটির রেজাউল ইসলামের মেয়ে।
বুধবার বিকেল ৫টায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, পরনের একটি কাপড় নিয়ে শাহিনা আক্তারের সাথে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ির কথা কাটাাকটি হয়। এক পর্যায়ে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে তাকে উপর্যুপরি কিল ও ঘুষি মারায় তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply