সুনামগঞ্জ প্রতিনিধি : দ্রুততম সময়ের মধ্যে হাওরের পানি নিষ্কাশনে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সঠিক নীতিমালা মেনে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপি মানববন্ধন করেছে।
শনিবার সকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আকবর আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, সেলিম উদ্দিন, অ্যাডভোকেট শেরেনূর আলী, আনছার উদ্দিন, আনিসুল হক ও যুগ্ম সম্পাদক নূর হোসেন।
Leave a Reply