পলি রায়, সুনামগঞ্জ : সুনামগঞ্জে বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে; কিন্তু সুরমা নদী এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। ফলে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে জেলা সদরের নিম্নাঞ্চল সহ ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, ধর্মপাশা, দিরাই ও শাল্লাসহ বেশ কয়েকটি উপজেলার অনেক এলাকা বন্যা কবলিত হয়। তবে পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে। এ অবস্থায় বিপুল সংখ্যক মানুষ পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন।
সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে শহরের বিভিন্ন অলিগলি ও বাসাবাড়িতে এখনও পানি রয়ে গেছে।
সুনামগঞ্জ কৃষি বিভাগের উপ পরিচালক বিমল চন্দ্র সোম জানিয়েছেন, সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় ৭৭৭ হেক্টর বোরো ধান, ২০ হেক্টর আউশ ধান, ৭৫ হেক্টর বাদাম, ৭৪ হেক্টর আউশ বীজতলা ও ৬০ হেক্টর সবজি পানিতে তলিয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ ৮০ লাখ টাকার মতো হবে।
মৎস্য বিভাগ জানিয়েছে, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় প্রায় সাড়ে ৪ শ পুকুর থেকে ৩৫ টন মাছ ও ৩০ লাখ পোনা বানের পানিতে ভেসে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম সুরমা নদীর পানি বিপদ সীমার উপরে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, সদর, ছাতক, দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলায় প্রায় ৮ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারে দেওয়া হয়েছে ১৪০ মেট্রিন টন চাল, নগদ ১২ লাখ টাকা ও ২ হাজার শুকনো খাবারের প্যাকেট। বন্ধ রয়েছে ২৫৬টি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ২০টির মতো আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
Leave a Reply