NATIONAL
Eid-ul-Azha celebrated with due dignity and great enthusiasm in Sylhet
সংবাদ সংক্ষেপ
নদীভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নিতে জকিগঞ্জবাসীর আহবান || গঠিত হয়েছে জনদাবি পরিষদ নবীগঞ্জে সার্কেল পঞ্চায়েত ও সরপঞ্চ বিষয়ক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন দিরাইয়ে চুরি হওয়া মোটরবাইক উদ্ধার || গ্রেফতার চোর চক্রের ৩ সদস্য সাংবাদিক কাইয়ুম উল্লাসের বড়োভাইয়ের ইন্তেকালে জেলা প্রেসক্লাবের শোক ব্রাহ্মণবাড়িয়ায় ১৫৭ বোতল ইসকফ সহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ আহত শ্রমিক দল নেতাকে দেখতে যান বিএনপি নেতা আরিফ চৌধুরী গোয়াইনঘাটে ৪৭৯ বোতল বিদেশী মদ সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব BNNRC CEO Calls for Inclusive and Accountable Digital Future জাতিসংঘে ডিজিটাল ন্যায়বিচারের পক্ষে জোরালো অবস্থান বিএনএনআরসি প্রধান বজলুর রহমানের সংসদ নির্বাচনে ৩০০ আসনেই জামায়াত নির্বাচন করবে : কুলাউড়ায় ডা. শফিকুর রহমান মধ্যনগর উপজেলায় প্রাকৃতিক জীববৈচিত্র্য ও পরিবেশে রক্ষায় বৃক্ষরোপণ সিলেট সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ করা হলো সাড়ে ১৭ ঘণ্টায় শাল্লায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামিক রিলিফের গোশত বিতরণ সিলেটে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহা কাল || সিলেট সহ সারা দেশে প্রস্তুতি সম্পন্ন মৌলভীবাজারে কঠোর নিরাপত্তায় একদিন আগেই ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

সুনামগঞ্জে পানি কমতে থাকলেও সুরমা বইছে বিপদ সীমার উপর দিয়ে || পরিস্থিতি অপরিবর্তিত

  • শুক্রবার, ২০ মে, ২০২২

পলি রায়, সুনামগঞ্জ : সুনামগঞ্জে বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে; কিন্তু সুরমা নদী এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। ফলে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে জেলা সদরের নিম্নাঞ্চল সহ ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, ধর্মপাশা, দিরাই ও শাল্লাসহ বেশ কয়েকটি উপজেলার অনেক এলাকা বন্যা কবলিত হয়। তবে পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে। এ অবস্থায় বিপুল সংখ্যক মানুষ পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন।
সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে শহরের বিভিন্ন অলিগলি ও বাসাবাড়িতে এখনও পানি রয়ে গেছে।
সুনামগঞ্জ কৃষি বিভাগের উপ পরিচালক বিমল চন্দ্র সোম জানিয়েছেন, সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় ৭৭৭ হেক্টর বোরো ধান, ২০ হেক্টর আউশ ধান, ৭৫ হেক্টর বাদাম, ৭৪ হেক্টর আউশ বীজতলা ও ৬০ হেক্টর সবজি পানিতে তলিয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ ৮০ লাখ টাকার মতো হবে।
মৎস্য বিভাগ জানিয়েছে, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় প্রায় সাড়ে ৪ শ পুকুর থেকে ৩৫ টন মাছ ও ৩০ লাখ পোনা বানের পানিতে ভেসে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম সুরমা নদীর পানি বিপদ সীমার উপরে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, সদর, ছাতক, দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলায় প্রায় ৮ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারে দেওয়া হয়েছে ১৪০ মেট্রিন টন চাল, নগদ ১২ লাখ টাকা ও ২ হাজার শুকনো খাবারের প্যাকেট। বন্ধ রয়েছে ২৫৬টি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ২০টির মতো আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest