সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধ ও নদী খনন কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার জামালগঞ্জ উপজেলার হালির হাওর, তাহিরপুর উপজেলার শনির হাওর এবং সুরমা নদীর খনন কাজ পরিদর্শন করেন তিনি। তার সাথে ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকতুল্লাহ খান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
এ সময় আনিসুল ইসলাম মাহমুদ বলেন, হাওর এলাকায় যাতে ধান চাষ আরেকটু কম সময়ে করা যায় সেদিকে নজর দিতে হবে।
তিনি বলেন, কম সময়ের মধ্যে সবজি চাষের বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।
Leave a Reply