সুনামগঞ্জ প্রতিনিধি : হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত পানিসম্পদ মন্ত্রণালয়ের তদন্ত দল সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেছে।
অতিরিক্ত সচিব ড মোহাম্মদ আলী খানের নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত দল সোমবার সকাল সোয়া ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মতবিনিময় কালে তদন্ত দল প্রধান বলেন, একাত্তরের পর হাওর অঞ্চলে এতো বড় দুর্যোগ দেখা দেয়নি। হাওরের ফসল নিয়ে জুয়াখেলা বন্ধ করতে হবে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী ও কৃষক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন।
এই তদন্ত দল সোমবার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ ঘুরে দেখেছে। মঙ্গলবারও দেখবে এবং কৃষকদের সঙ্গে কথা বলবে।
এছাড়া সুনামগঞ্জের সুধীজনদের সঙ্গেও কথা বলবে বলে তদন্ত দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে হাওরবাসী নিজ নিজ বক্তব্য তদন্ত দলের কাছে ইমেইলেও দিতে পারবেন।
তদন্ত দলের অন্য সদস্যরা হলেন, যুগ্মসচিব খলিলুর রহমান, যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস ও পাউবোর চিফ মনিটরিং কাজী তোফায়েল আহমদ।
Leave a Reply