সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির সঙ্গে যুক্ত ৬১ জনকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় দুর্নীতি দমন কমিশন-দুদক মামলা দায়ের করেছে।
দুদকের সহকারী পরিচালক ফারুক আহমদ বাদি হয়ে রবিবার বিকাল ৩টায় এই মামলা দায়ের করেন।
মামলায় ইতোপূর্বে প্রত্যাহারকৃত অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর-পূর্বাঞ্চল) মো আব্দুল হাই ও সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো নূরুল ইসলাম সরকার এবং বরখাস্তকৃত সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো আফসার উদ্দীন সহ ১৫ জন সরকারি কর্মকর্তা এবং ঠিকাদার ও পিআইসির সঙ্গে যুক্ত আফজালুর রহমান, খন্দকার শাহীন ও সজিব রঞ্জন দাস সহ ৬১ জনকে আসামি করা হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো বরকতুল্লাহ খান মামলাটি গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে হাওর-বাাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু বলেন, যথাসময়ে বাঁধ নির্মিত না হওয়ায় সুনামগঞ্জে প্রায় ৪ হাজার কোটি টাকার ফসল পানিতে ডুবেছে। দুদকের মামলা দায়ের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের সাফল্য হিসাবে দেখছি।
Leave a Reply