সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে করোনার কারণে কর্মহীন, দরিদ্র ও অসহায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে বেসরকারি সংস্থা টিএমএসএস ত্রাণ বিতরণ করেছে।
বুধবার দুপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় সুনামগঞ্জ পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক আল ইমরান রাহুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার-সদর সার্কেল জয়নাল আবেদীন, পূবালী ব্যাংকের ম্যানেজার সুজিত সাহা, টিএমএসএস সিলেট বিভাগের এরিয়া ম্যানেজার এসএম বাবুল ও জেলা এরিয়া ম্যানেজার ফজলুর রহমান।
সুনামগঞ্জ সদর ও দিরাই উপজেলায় এই ত্রাণ বিতরণ করা হয়।
দিরাইয়ে ত্রাণ বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।
Leave a Reply