সুনামগঞ্জ প্রতিনিধি : সারাদেশে গণপরিবহন চালুর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে আয়োজিত পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিলে পুলিশ বাঁধা দিয়েছে।
রবিবার দুপুরে শহরের মল্লিকপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিকরা মিছিল বের করে সিলেট-সুনামগঞ্জ সড়কে আসতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়।
বিক্ষোভ মিছিলে পুলিশি বাঁধায় পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন পরিবহন শ্রমিকরা। এতে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবির, কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন, সহ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন ও প্রচার সম্পাদক সুহেল আহমেদ।
Leave a Reply