সুনামগঞ্জ প্রতিনিধি : পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সুনামগঞ্জ জেলা শাখা কর্মহীন ২ শতাধিক পরিবারকে খাদ্য, সাবান, মাস্ক ও নগদ ২শ টাকা করে দিয়েছে।
এছাড়া শতাধিক ব্যক্তিকে নগদ ২ হাজার টাকা করে বয়স্কভাতা প্রদান করা হয়।
শুক্রবার বাদ জুম্মা সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট ও বেরীগাঁও স্কুল মাঠে এই সহায়তা বিতরণ করেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল। এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার ও পদক্ষেপের এরিয়া ম্যানেজার গোলাম এহিয়া ও মুজিবুল হক।
Leave a Reply