সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে আড়াই শতাধিক পথ শিশুর মাঝে ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মঞ্জুর খন্দকারের ব্যক্তিগত উদ্যোগে বুধবার বিকেল ৪টায় জেলা শহরের ঐতিহ্য জাাদুঘরের সামনে এই ঈদবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো বরকতুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মঞ্জুর খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মো হাবিবুল্লাহ, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শহীদুল্লাহ ও জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস প্রমুখ।
Leave a Reply